SOUTH ASIAN INTERNATIONAL SCHOOL
Message From Academic Director

আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাব যে, একজন শিক্ষার্থী  ডাক্তার, ইঞ্জিনিয়ার , বিজ্ঞানী পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত  হওয়ার কোন সুযোগই নেই। আমরা আমাদের প্রতিষ্ঠানকে সকল শ্রেণির মানুষের জন্য জ্ঞান আহরণের এমন একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই যেখানে শিক্ষার্থীরা একই  সাথে  ডাক্তার, ইঞ্জিনিয়ার,বিজ্ঞানী এবং সু-শিক্ষায় শিক্ষিত হয়ে  জ্ঞান-বিজ্ঞান-অর্থনীতি সহ সকল ক্ষেত্রে  বিজয়ের মুকুট পুনরোদ্ধারে সহযোগী হয়। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সামাজিক, নৈতিক শিক্ষাসহ সকল ধরণের দ্বীনি এবং পার্থিব শিক্ষা অর্জন করতে পারবে, যার ফলে শিক্ষার্থীরা তাদের জীবনে সঠিক ভাবে চলার জন্য দিক-নির্দেশনা পাবে। এবং সার্বিক ভাবে একজন ভালো নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।

Follow us @Facebook
Useful Links
Visitor Info
100
as on 16 Oct, 2025 05:53 PM
©EduTech-SoftwarePlanet